এবারের আয়নানগরের লিটল ম্যগ আর্কাইভে রাখা হলো কয়েকজন তরুণ ছাত্র বন্ধুর প্রকাশিত ছোট পত্রিকা ‘হালখাতা‘: ‘কলরবের এক বছর’ সংখ্যা। অক্টোবর ২০১৫’য় প্রকাশিত এই সংখ্যাটিই হালখাতা দলের প্রথম প্রকাশিত পত্রিকা। দলে রয়েছেন প্রিয়ক, স্বস্তিক, অর্কজা, তিস্তা, সাম্য, রুদ্রাঞ্জন এবং তাঁদের বন্ধুবান্ধবেরা।
‘হোক কলরব’ ছাত্র আন্দোলনের শুরুর দিনগুলি (সেপ্টেম্বর, ২০১৪) থেকে, ওই একটি গোটা বছর ধরে আন্দোলনের প্রসঙ্গে নানা কণ্ঠ যে বিভিন্ন প্রশ্ন তুলেছে, উঠে এসেছে যেসব ফিরে দেখা, পুনর্মূল্যায়ন, বিতর্ক, স্মৃতিচারণ, অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার গল্প–সেসবের যতখানি পারা যায় তুলে ধরতেই হালখাতার এই প্রয়াস, যাতে আলোচনা, কথোপকথন ও সর্বাবস্থায় প্রতিবাদের সঠিক পথগুলি খুঁজে নেওয়ার চেষ্টা জারি থাকে।
পত্রিকাটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে।
ওঁরা নিজেরা কিভাবে দেখেছিলেন এই গুরুত্বপূর্ণ সংখ্যাটিকে? তা পড়ে নেওয়া যায় ওঁদের নিজেদের জবানীতেই–