সৌমিত্র ঘোষ
(প্রথম প্রকাশ – আয়নানগর বইমেলা সংখ্যা ২০২০)
একটি রাজনৈতিক প্রস্তাবনা বা ইস্তেহার
এই প্রস্তাবনা / ইস্তেহারটি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে নির্মিত একটি খসড়া।
প্রস্তাবনাটি চারটি অংশে বিভক্ত। প্রথম অংশে, আজকের পরিপ্রেক্ষিত নিয়ে বিশ্লেষণ, মন্তব্য, সমস্যাকে বোঝার চেষ্টা। দ্বিতীয় অংশে পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতির ক্রম-বিনির্মাণ ও ক্ষয়ের ঐতিহাসিক প্রক্রিয়াটিকে বোঝার চেষ্টা। তৃতীয় অংশে আছে, বিরুদ্ধ সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলন বলতে আমরা কি বোঝাতে চাইছি, এবং কেন আজকের সময়ে সে আন্দোলনের বিশেষ প্রয়োজন। চতুর্থ ও শেষ অংশে আজকের সময়ে নতুন আন্দোলন শুরু করার সুনির্দিষ্ট প্রস্তাব।
পরিপ্রেক্ষিত : আজকের ভারতবর্ষ, সংগঠিত দক্ষিণপন্থার উত্থান ও আধিপত্য বিস্তার