এই সময়ে, কবি ও কবিতার উপর রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসার সময়ে, দেশ ও দেশবাসীর উপর রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসার সময়ে দাঁড়িয়ে কিছু কবিতা, কিছু প্রতিবাদের স্বর। ষষ্ঠ কিস্তি – অখিল কাত্যালের কবিতা। ভাষান্তর – শুক্লা সিংহ।
সিয়াচেনের সৈনিকের প্রতি
ফিরে এসো
বরফগুলো সব বিশ্বাসঘাতক
ফিরে এসো
তারা তোমায় একটি ছলচাতুরির যুদ্ধে শামিল হতে বাধ্য করছে
বরফ তোমার দেশ নয়
এই বরফ তোমার পরিচিত নয়, ফিরে এসো
আমি চাই না তুমি আমাদের জন্য এই যুদ্ধে লড়াই করো
আমি চাই তুমি বিশ্রাম করো, আমি তোমার আঙুল
ছুঁয়ে দেখতে চাই
তোমার ধমনীতে যে বরফ বইছে তা যেন গলে যায়, ঘুমিয়ে পড়ে,
এবং তোমার শ্বাস-প্রশ্বাস যেন আগের মতো স্বাভাবিক হয়ে উঠে।
ফিরে এসো।
বাড়ি চলে যাও।